অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ট্রাম্প এই ইঙ্গিত দিচ্ছেন যে “হত্যাকারী দুর্বৃত্তের দল” হয়ত সৌদী সাংবাদিককে হত্যা করেছে


 consulate of Saudi Arabia in Istanbul
consulate of Saudi Arabia in Istanbul

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই ইঙ্গিত দিচ্ছেন যে “হত্যাকারী দুর্বৃত্তের দল” হয়ত সৌদী সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করেছে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সৌদী বাদশা সালমানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য তিনি পররাষ্ট্রমন্ত্রী মাইক পমপেওকে পাঠাচ্ছেন। দু সপ্তাহ আগে ইস্তাম্বুলে সৌদী কনসুলেটে সৌদী সাংবাদিক জামাল খাসোগি প্রবেশ করার পর যে নিখোঁজ হয়ে যান, বাদশা সালমান সে বিষয়ে কিছু জানেন না বলে বলেছেন।

ট্রাম্প সোমবার টুইটারে বলেছেন “এই মাত্র সৌদী আরবের বাদশার সঙ্গে কথা বলেছি। সৌদী আরবের নাগরিকের কী হয়েছে তিনি সে সম্পর্কে কিছু জানেন না বলে বলেছেন।” ট্রাম্প আরও বলেছেন বাদশার সঙ্গে আরও কথা বলার জন্য তিনি পম্পেওকে রিয়াদে পাঠাচ্ছেন।

রবিবার তুর্কী প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান এবং সালমান, খাসোগির নিখোঁজ হওয়ার ঘটনার বিষয়ে একটি যৌথ তদন্ত গ্রুপ গঠন করার ব্যাপারে আলোচনা করেন। তুর্কী কর্মকর্তারা মনে করেন ২রা অক্টোবার সৌদী এজেন্টরা ইস্তাম্বুলে সৌদী কনসুলেটে খাসোগিকে হত্যা করে।

XS
SM
MD
LG