অ্যাকসেসিবিলিটি লিংক

সৌদী আরব লেবাননে মধ্যস্থতার প্রচেষ্টা পরিত্যাগ করেছে


লেবানিজ সেনা বাহিনীর ট্যাংক
লেবানিজ সেনা বাহিনীর ট্যাংক

সৌদী আরবের পররাষ্ট্রমন্ত্রী সউদ আল ফায়সাল বলেছেন তার দেশ লেবাননের রাজনৈতিক সঙ্কটে মধ্যস্থতার প্রচেষ্টা পরিত্যাগ করেছে।

বুধবার তিনি টেলিভিশনে এক সাক্ষাত্কারে বলেন সৌদী বাদশাহ আব্দুল্লাহ এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ এর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল লেবাননের গোটা সমস্যা নিরসনে সাহায্যের জন্য।

কিন্তু সৌদী বাদশা এই প্রচেষ্টা থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন পরিস্থিতি যদি এমন পর্যায়ে দাড়ায় যে সম্পূর্ণ ও আঞ্চলিক বিভাজন হবে, তাহলে এর অর্থ হবে লেবানন একটা রাষ্ট্র হিসেবে আর থাকবে না। লেবানন, বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠির শান্তিপূর্ণ ভাবে সহবাসের একটা প্রতীক হিসেবে বিবেচিত।

দির্ঘ কয়েক মাস ধরে লেবানন রাজনৈতিক সঙ্কটে জর্জরিত। ২০০৫ সালে লেবানিজ প্রধানমন্ত্রী রাফিক হারিরির হত্যাকান্ডের জন্য বেশ কয়েকজন সুপরিচিত হেজবোল্লাহ সদস্যকে জাতিসংঘ যে অভিযুক্ত করতে চেষ্টা করছে সেই কারণেই এই সঙ্কট।

গত সপ্তাহে হেজবোল্লাহ ও তাদের মিত্ররা লেবাননের পশ্চিম - সমর্থিত সরকার থেকে প্রত্যাহার করে, কারণ ওই আসন্ন অভিযোগের দরুন টানাপোড়েন সৃষ্টি হয়েছে।

প্রাক মামলা বিচারকের কাছে সোমবার অভিযোগের খসড়া দেওয়া হয়।

খসড়া অভিযোগের বিস্তারিত প্রকাশ করা হয়নি। এবং তা প্রকাশ হতে কয়েক সপ্তাহ লাগবে। কারণ বিচারক সিদ্ধান্ত নেবেন মামলার জন্য যথেষ্ট সাক্ষ্য প্রমান আছে কিনা।

XS
SM
MD
LG