অ্যাকসেসিবিলিটি লিংক

সৌদি নের্তৃত্বাধীন বাহিনীর ইয়েমেনের হোদেইদা বিমান বন্দরে প্রবেশ


ইয়েমেনর কর্মকর্তারা বলছেন যে সৌদি নের্তৃত্বাধীন সৈন্যরা , ইয়েমেনের প্রধান বন্দর নগরী হোদেইদার বিমান বন্দরে প্রবেশ করেছে।

ইয়েমেন সামরিক বাহিনীর মিডিয়া দপ্তর বলেছে যে আরব মিত্র বাহিনীর সৈন্যরা আজ তাদের অভিযানের চতুর্থ দিনে হোদেইদার বিমান বন্দর দখল করেছে। তারা হুথি বলে পরিচিত শিয়া বিদ্রোহীদের কাছ থেকে হোদেইদার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য গত চার দিন ধরেই অভিযান চালাচ্ছিল ।

সামনরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ত একটি সুত্র রয়টারকে জানিয়েছে যে সেখানে কোন বন্দুক ধারী লুকিয়ে রয়েছে কীনা , ঐ ভবনে কোন মাইন বা বিস্ফোরক রয়েছে কীনা সে ব্যাপারে নিশ্চিত হতে আমাদের আরও খানিকটা সময় লাগবে।

হোদেইদা যেহেতু খাদ্যসহ মানবিক সাহায্য আনার জন্য একটি প্রবেশ পথ , সেহেতু এই বন্দর নগরীর গুরুত্ব কৌশলগত কারণেই অনেক বেশি।

ইয়েমেন দূর্ভিক্ষের প্রায় মুখোমুখি। এরই মধ্যে গতকাল হিউমান রাইটস ওয়াচ বলেছে তারা চায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যেন যুদ্ধরত সকল পক্ষকে এটা জানিয়ে দেয় যে তারা যদি মানবিক ত্রাণ পৌঁছুতে বাধা দেয় , তা হলে তারা নিষেধাজ্ঞার সম্মুখীন হবে। সংগঠনের সারাহ লি উইটসন সতর্ক করে দেন যে হোদেইদা দখলের জন্য যুদ্ধরত জোট বাহিনী এবং হুথি সৈন্যদের , যুদ্ধের আইন অনুযায়ী, নৃশংসতার রেকর্ড রয়েছে।

XS
SM
MD
LG