অ্যাকসেসিবিলিটি লিংক

কাবা শরীফের মসজিদে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা নস্যাৎ করলো সৌদি পুলিশ


মক্কার কাবা শরীফের মসজিদ আল হারাম লক্ষ্য করে একটি সন্ত্রাসী ষড়যন্ত্র , সৌদি আরবের পুলিশ নষ্যাৎ করে দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে যে লোকটি এই হামলার পরিকল্পনা করছিল , তার বাড়িতে পুলিশ হানা দিয়ে তাকে হত্যা করেছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের ভিডিও ফুটেজে দেখা গেছে যে পুলিম একটি তিন তলা বাড়িতে হানা দিয়েছে যেখানে ঐ সন্দেহভাজন আত্মঘাতী বোমাবাজ থাকতো।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রক বলেছে যে একা ঐ আত্মঘাতী বোমাবাজই ঐ বিস্ফোরণে নিহত হয়। মন্ত্রক বলে যে ঐ ঘটনায় ৫ জন পুলিশ এবং ৬ জন অসামরিক লোক আহত হয়েছে।

এই বোমা পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে একজন নারীসহ আরও পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোন গোষ্ঠির এতে সম্পৃক্ততা ছিল সে কথা মন্ত্রক জানায়নি।

ইরান এবং লেবাননের হেজবুল্লাহ উভয়ই মক্কায় ইসলামের এই পবিত্র স্থানে বোমা বিস্ফোরণের পরিকল্পনা করার নিন্দে করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রক আজ প্রকাশিত এক বিবৃতিতে মুখপাত্র বাহরাম ঘাসেমিকে উদ্ধৃত করে বলেছে সন্ত্রাসবাদ এখানে সেখানে বিশ্ব জুড়ে বৃদ্ধি পাচ্ছে।

XS
SM
MD
LG