অ্যাকসেসিবিলিটি লিংক

প্রাকৃতিক এবং সহজলব্ধ উপায়ে রাসায়নিক সার উৎপাদন


নাইট্রোজেন এবং ফসফরাস এর মত পুষ্টিকর উপাদান দিয়ে রাসায়নিক সার উৎপাদন করা হয় এবং এই সার উৎপাদন করতে কিন্তু প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয়। কিন্তু অন্যান্য প্রাকৃতিক এবং আরও সহজলব্ধ উপায়ে সার উৎপাদন করা সম্ভব।

মানুষের প্রস্র্যাব অথবা মুত্র থেকে সার উৎপাদন নিয়ে কাজ করে চলেছে The Rich Earth Institute নামে একটি সংস্থা।

সম্প্রতি মিশিগান বিশ্ববিদ্যালয়ের একটি নতুন প্রকল্প নিয়ে কাজ করছে, যার প্রধান উদ্দেশ্য হল প্রাকৃতিক উপায়ে জল পরিশোধন করে কৃষিব্যবস্থাকে আরও উন্নতমানের করে তোলা এবং Sustainable অর্থাৎ সবুজ প্রকল্পের অন্তরভুক্ত করা।

এ বিষয়ে আজকের বিজ্ঞান ও প্রযুক্তি পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা Faith Lapidus এর প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত ।

please wait

No media source currently available

0:00 0:06:33 0:00

XS
SM
MD
LG