অ্যাকসেসিবিলিটি লিংক

ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে সংঘর্ষ ইবোলা রোগের প্রাদুর্ভাব অত্যন্ত বিপজ্জনক করে তুলেছেঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা


বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক জানিয়েছেন যে, উত্তর কিভুতে প্রচণ্ড সংঘর্ষ চলাকালীন Democratic Republic of Congo র পূর্বাঞ্চলে ইবোলা রোগের যে মহামারী দেখা দিয়েছিল, তা কিন্তু ২০১৪-২০১৫ সালে পশ্চিম আফ্রিকায় সাঙ্ঘাতিক ইবোলা রোগের মহামারীর থেকেও মারাত্মক হয়েছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেছেন ২১৬ জনেরও বেশি স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন সম্প্রদায়ের ২0 জনকে ইবোলা রোগের টিকা দেওয়া হয়েছে। তিনি বলেন, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর কর্তৃপক্ষ বিভিন্ন পরীক্ষামূলক ইবোলা ওষুধ ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছেন।

আজকের বিজ্ঞান ও প্রযুক্তি পর্বে বিষয়ে VOA-এর সংবাদদাতা Lisa Schlein এর প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:03:50 0:00


XS
SM
MD
LG