সারা বিশ্বে প্রায় ১০০ কোটি মানুষের কোন না কোনও রকম অক্ষমতা রয়েছে। ভয়েস অফ আমেরিকার ম্যান্ডারিন সার্ভিসে কর্মরত Rong Shi সম্প্রতি নিউইয়র্কের একটি প্রদর্শনী পরিদর্শন করে এসেছেন যেখানে প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন ধরণের আধুনিক যন্ত্রপাতি যেগুলি উদ্ভাবন করা হয়েছে সেগুলি তুলে ধরা হয়েছে।
আজকের বিজ্ঞান ও প্রযুক্তি পর্বে এ বিষয়ে VOA-এর সংবাদদাতা Bryan Lynnএর প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত