অ্যাকসেসিবিলিটি লিংক

আপনি কি প্রায়ই নিয়মিত ওষুধ খেতে ভুলে যান?


আপনি কি প্রায়ই নিয়মিত ওষুধ খেতে ভুলে যান? শুধু আপনি কেন, অনেকের কাছেই মনে করে নিয়মিত ওষুধ খাওয়াটা খুবই চ্যালেঞ্জিং, অর্থাৎ একটা বড় সমস্যা।

কিন্তু জানেন কি শরীরে একটি ইমপ্ল্যান্ট আপনার রোজ ওষুধ খাওয়ার প্রয়োজনকে প্রতিস্থাপন করতে পারে?

Houston Methodist Research Institute এর একটি laboratory তে এই ধরণের Implant তৈরি করা হচ্ছে, যেগুলিতে ওষুধের পরিমাণ কমে গেলে আবার ওষুধ ভরে নেওয়া যাবে এবং এটিকে চামড়ার তলায় বসিয়ে দিয়ে বিভিন্ন ধরণের রোগের জন্য অনেক কম খরচে জীবনরক্ষাকারী ওষুধ সরবরাহ করা সম্ভব হয়।

এ বিষয়ে আজকের বিজ্ঞান ও প্রযুক্তি পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা Elizabeth Lee এর প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত ।

XS
SM
MD
LG