অফিস ভবনগুলিতে অনেক রক্ষণাবেক্ষণ প্রয়োজন, এবং এই কাজটির অধিকাংশই বিল্ডিংয়ের বাইরে থেকে করার দরকার হয়। সম্ভাব্য গঠনগত সমস্যা চিহ্নিত করার জন্য মাটির উপরে কাঠের পাটাতন্ তৈরি করা হয় অথবা ছাদ থেকে প্ল্যাটফর্ম ঝুলিয়ে এই কাজ করতে হয়।
এইভাবে কাজ করা কিন্তু একাধারে যেমন বিপজ্জনক, অন্যদিকে আবার যথেষ্ট ব্যয়বহুল। কিন্তু শীঘ্রই Drone Construction Workers আমাদের এই কাজে সাহায্য করবে।
এ বিষয়ে আজকের বিজ্ঞান পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা Kevin Enochs এর প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।