রক্তচাপ পরীক্ষা করার জন্য ডাক্তারের কাছে যাওয়া যথেষ্ট সময়সাপেক্ষ হতে পারে, এবং অনেক সময় এর জন্য মনের উপর অনেক চাপ পরে।
ক্যালিফোর্নিয়াতে আমেরিকান পুরুষদের অধিকাংশই নিয়মিত সেলুনে যখন চুল কাটার সময় রক্তচাপ পরীক্ষা করিয়ে নেন।
আজকের বিজ্ঞান পর্বে এ বিষয়ে VOA-এর সংবাদদাতা Faiza Elmasry এর প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত ও সেলিম হোসেন।