অ্যাকসেসিবিলিটি লিংক

ফাইব্রোমালজিয়া রোগ সনাক্তকরণের জন্য একটি সাধারণ রক্ত ​​পরীক্ষা আবিষ্কৃত হয়েছে


লক্ষ লক্ষ মানুষ ফাইব্রোমালজিয়া নামক রোগটিতে আক্রান্ত হয়ে থাকেন। এটি এমন একটি ব্যাধি যাতে শরীরের কোন না কোন অংশে অবিরাম যন্ত্রণা হতে থাকে, এবং এই রোগটির অনেকসময়ই সঠিকভাবে সনাক্তকরণ সম্ভব হয় না। সম্প্রতি ফাইব্রোমালজিয়া সনাক্তকরণের জন্য, একটি সাধারণ রক্ত পরীক্ষা আবিষ্কৃত হয়েছে।

এই Fibromyalgia রোগটির একটি প্রধান উপসর্গ হল অবিরাম যন্ত্রণা হতে থাকা ।Barb Hartong তার শরীরের এই রোগটির উপস্থিতি সঠিকভাবে নির্ণীত হওয়ার আগে অনেকদিন ধরেই এই রোগে ভুগছিলেন।

এই রোগে আক্রান্ত মানুষদের ৭৫ শতাংশের ক্ষেত্রে কিন্তু সঠিকভাবে রোগটির সনাক্তকরণ করাই সম্ভবপর হয়ে ওঠে না।অনেক মানুষ কিন্তু বছরের পর বছর ধরে এই রোগের শিকার হন।এমন কি অনেক সময় অনেক রোগী ভুল চিকিৎসার শিকার হন, এবং কিছু কিছু ক্ষেত্রে এটি কিন্তু যথেষ্ট খতিকারক এবং মারাত্মক হয়ে দাড়ায়।

XS
SM
MD
LG