সম্প্রতি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আবিস্কার করেছেন যে একটি শিশুর চোখের দিকে তাকিয়ে যদি একটি গান অথবা নার্সারি রাইম অর্থাৎ কবিতা পড়া যায়, তাহলে প্রাপ্তবয়স্কদের এবং শিশুদের মস্তিষ্কের মধ্যে এক অপূর্ব সমন্বয়সাধন সম্ভব হয়।
আজকের বিজ্ঞান ও প্রযুক্তি পর্বে এ বিষয়ে VOA-এর সংবাদদাতা Bryan Lynnএর প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত ও সেলিম হোসেন।