অ্যাকসেসিবিলিটি লিংক

প্লাষ্টিক আবর্জনার প্রবাহ থামানোর একটি কার্যকর আর পরিবেশগত নিরাপদ উপায়ের আবিষ্কার


বাতাসের বুদবুদের সাহায্যে তৈরি একটি পর্দা দিয়ে প্লাষ্টিক সংক্রান্ত আবর্জনা দূর করা সম্ভব। নেদারল্যান্ডের গবেষকেরা খুব কম খরচে নদীর জলের মধ্যে মিশে থাকা প্লাষ্টিক আবর্জনা যাতে নদী থেকে সমুদ্রে ভেসে মিশতে না পারে, তার জন্য একটি কার্যকর আর পরিবেশগত নিরাপদ উপায় আবিষ্কার করেছেন।

তেল শিল্পে ব্যবহার করা একটি প্রযুক্তি নিয়ে গবেষণার কাজ করতে, নেদারল্যান্ডে্র গবেষকেরা প্লাষ্টিক আবর্জনার প্রবাহ থামানোর জন্য এই পথ উদ্ভাবন করেছিলেন।

মাটির ওপরে পড়ে থাকা আবর্জনা কুড়িয়ে নিয়ে সেগুলি রিসাইকেল করা অর্থাৎ পুনরায় ব্যাবহারের জন্য উপযোগী করে তোলা অপেক্ষাকৃত অনেক সহজ কাজ। কিন্তু জলে আংশিকভাবে নিমজ্জিত আবর্জনাকে কুড়িয়ে জোগাড় করা অনেক বেশী শক্ত কাজ।

আজকের বিজ্ঞান ও প্রযুক্তি পর্বে বিষয়ে VOA-এর সংবাদদাতা George Putic এর প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:04:50 0:00

XS
SM
MD
LG