অ্যাকসেসিবিলিটি লিংক

অবশিষ্টাংশ আইসিসদের বিরুদ্ধে SDF 'র বড় ধরণের অভিযান


Peshmarga KRG Forces
Peshmarga KRG Forces

কুর্দি পরিচালিত SDF বা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস সিরিয়ার পূর্বাঞ্চলে আইসিসদের বিরুদ্ধে বড় ধরণের অভিযান শুরু করেছে I ২০১৯ সাল থেকে আইসিস জঙ্গিরা সাধারণ নাগরিক ও SDF 'র বিরুদ্ধে ছোট বা বড় মাপের হামলা চালিয়ে আসছে I ২০১৯ সালে আইসিস জঙ্গিরা ইরাক সীমান্ত জুড়ে তাদের দখলিত সব এলাকা হারিয়েছিল I

যুক্তরাষ্ট্র সমর্থিত ৬০০০ SDF যোদ্ধারা এই অভিযানে নিয়োজিত হয়েছে এবং ইতিমধ্যেই আটক করেছে ৬০জন আইসিস জঙ্গিকে I

কুর্দি কর্মকর্তারা জানান, করোনা সম্পর্কিত লক ডাউনের কারণে নিরাপত্তা অভাবের সুযোগে আইসিসদের হামলা বৃদ্ধি পেয়েছিলো I

XS
SM
MD
LG