অ্যাকসেসিবিলিটি লিংক

অবশিষ্টাংশ আইসিসদের বিরুদ্ধে SDF 'র বড় ধরণের অভিযান


Peshmarga KRG Forces

কুর্দি পরিচালিত SDF বা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস সিরিয়ার পূর্বাঞ্চলে আইসিসদের বিরুদ্ধে বড় ধরণের অভিযান শুরু করেছে I ২০১৯ সাল থেকে আইসিস জঙ্গিরা সাধারণ নাগরিক ও SDF 'র বিরুদ্ধে ছোট বা বড় মাপের হামলা চালিয়ে আসছে I ২০১৯ সালে আইসিস জঙ্গিরা ইরাক সীমান্ত জুড়ে তাদের দখলিত সব এলাকা হারিয়েছিল I

যুক্তরাষ্ট্র সমর্থিত ৬০০০ SDF যোদ্ধারা এই অভিযানে নিয়োজিত হয়েছে এবং ইতিমধ্যেই আটক করেছে ৬০জন আইসিস জঙ্গিকে I

কুর্দি কর্মকর্তারা জানান, করোনা সম্পর্কিত লক ডাউনের কারণে নিরাপত্তা অভাবের সুযোগে আইসিসদের হামলা বৃদ্ধি পেয়েছিলো I

XS
SM
MD
LG