আগামীকাল ৩১ শে ডিসেম্বর রাত বারোটার পর অর্থাৎ বর্ষবরণের রাতে তল্লাশির পাশাপাশি যত্রতত্র গাড়ি পরীক্ষা বাড়ানো হচ্ছে। বাড়ানো হচ্ছে রাতের নজরদারি। বর্ষশেষ বা বর্ষবরণকে কেন্দ্র করে নিরাপত্তা ও নজরদারি আঁটোসাঁটো করতে চলেছে বৃহত্তর কলকাতার বিধাননগর পুলিশ কমিশনারেট।এ বারে করোনা পরিস্থিতিতে তৈরি সরকারি নিয়ম যাতে সকলে মেনে চলেন, সে দিকে কড়া নজর থাকবে বলে দাবি পুলিশের। গতকাল মঙ্গলবার কলকাতা হাইকোর্ট ভিড় নিয়ন্ত্রণে বেশ কিছু নির্দেশ দিয়েছে। সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে। ইতিমধ্যে বিভিন্ন রেস্তরাঁ, বিনোদন পার্কের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। সেখানে করোনা সংক্রমণ ঠেকাতে বিশেষ জোর দেওয়ার কথা বলেছে পুলিশ।এ বছরে পরিস্থিতি ভিন্ন। কোভিড আবহে দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পরে ইকো পার্ক খুলেছে। তুলনায় কম হলেও ভিড় বাড়তে শুরু করেছে। বড়দিনে ইকো পার্কে গিয়েছিলেন প্রায় ৫৬ হাজার দর্শক। গত কয়েক দিনে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে ইকো পার্কে। ফলে বর্ষশেষ বা বর্ষবরণকে ঘিরে সেই ভিড় বাড়তে পারে বলে অনুমান কলকাতা পুলিশের।