অ্যাকসেসিবিলিটি লিংক

নিরাপত্তা পরিষদে আজ সিরিয়ার যুদ্ধ বিরতির উদ্দ্যোগ


শুক্রবার নিরাপত্তা পরিষদ সিরিয়ায় ৩০ দিন ব্যাপী যুদ্ধ বিরতির খসড়া প্রস্তাবে পৌঁছাতে ব্যর্থ হয়েছে I আজ শনিবার কাউন্সিল সদস্যরা পুনরায় বৈঠকে বসবেন I এই উদ্যোগে সর্ব্বাত্মক প্রয়াস চালাচ্ছেন সুইডেনের রাষ্ট্রদূত ওলফ স্কুগ I দৃশ্যত কিছুটা হতাশাগ্রস্ত হলেও, তাঁর উৎসাহে এতটা ভাটা পড়েনি : তিনি বলেন পরিস্থিতি সেখানে যে পর্যায়ে, তাতে যুদ্ধবিরতি অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে I

আজ আবারো সুইডেন ও কুয়েতের উদ্যোগে ৩০ দিনের যুদ্ধ বিরতির প্রয়াস নেয়া হবে I এই যুদ্ধ বিরতি নিশ্চিত হলেই শুধু, দুর্গত এলাকায় জরুরী সাহায্য-সেবা পৌঁছানো সম্ভব হবে I

XS
SM
MD
LG