অ্যাকসেসিবিলিটি লিংক

সমাজকর্মী সিমা আহমেদ যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অংশ নিচ্ছেন, বাঙালিদের অনুপ্রাণিত করছেন


সমাজকর্মী সিমা আহমেদ যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অংশ নিচ্ছেন, বাঙালিদের অনুপ্রাণিত করছেন
সমাজকর্মী সিমা আহমেদ যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অংশ নিচ্ছেন, বাঙালিদের অনুপ্রাণিত করছেন

সমাজকর্মী সিমা আহমেদ যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অংশ নিচ্ছেন, বাঙালিদের অনুপ্রাণিত করছেন
সমাজকর্মী সিমা আহমেদ যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অংশ নিচ্ছেন, বাঙালিদের অনুপ্রাণিত করছেন

সিমা আহমেদ একজন সমাজকর্মী, রাজনীতিতে সক্রীয় এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেছেন। তিনি হারভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুল থেকে পাবলিক পলিসিতে পাশ করেছেন। তিনি একজন ফিন্যানশিয়াল অ্যানালিস্ট।

সিমা আহমেদ মিশিগান মুসলিম ডেমোক্র্যাটিক ককাস এর প্রতিষ্ঠাতা ও ফার্স্ট ভাইস চেয়ারপার্সেন। ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষ্যাত্কারে সিমা বলেন তিনি মনে করেন মুসলমানদের কন্ঠ যাতে শোনা যায়, তারা যাতে রাজনৈতিক প্রক্রিয়ায় একটা প্রভাব রাখতে পারে, তাদের স্বার্থ যাতে সুরক্ষিত হয়, সে লক্ষ্যেই তিনি ও অন্যান্যরা ককাস প্রতিষ্ঠা করেন।

মিশিগান মুসলিম ডেমোক্র্যাটিক ককাস প্রতিষ্ঠার আগে ডেমোক্র্যাটিক দলের অধীনে মুসলমানদের কোন গ্রুপ ছিল না।

তিনি বলেন এই সংগঠনে বিভিন্ন জাতিগোষ্ঠির লোকজন আছে। সিমা বলেন, “আমাদের আফ্রিকান আমেরিকান মুসলিম আছে, পাকিস্তানী ইন্ডিয়ান মুসলিম আছে, আমি বাংলাদেশী এবং আমরা আস্তে আস্তে বড় করছি যাতে যাদের চিন্তাধারার সঙ্গে আমাদের মিল আছে তাদের সঙ্গে আমরা কাজ করতে পারি”।

সিমা আহমেদ আরও বলেন তিনি হিজাব পড়েন এবং তার জন্য তাকে বৈষম্যের শিকার হতে হয়েছে।

সিমা আহমেদ প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বচনী প্রচার অভিযানেও কাজ করেছেন।

XS
SM
MD
LG