অ্যাকসেসিবিলিটি লিংক

সিনেটে ৩,৫ ট্রিলিয়ন ডলার বাজেট অনুমোদন


বাজেট সম্পর্কিত আলোচনার সময় সিনেটর বার্নি স্যান্ডার্স ও সিনেটে সংখ্যাগরিষ্ট নেতা, চাক শুমার
৯ই অগাস্ট, ২০২১- এপি
বাজেট সম্পর্কিত আলোচনার সময় সিনেটর বার্নি স্যান্ডার্স ও সিনেটে সংখ্যাগরিষ্ট নেতা, চাক শুমার ৯ই অগাস্ট, ২০২১- এপি

যুক্তরাষ্ট্র সিনেট পরিবার পরিসেবা, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশগত কর্মসূচি দ্রুত সম্প্রসারণের ভিত্তি তৈরি করতে একটি কাঠামো গড়ার লক্ষ্যে ৩ হাজার ৫০০ কোটি ডলারের বাজেট পরিকল্পনা অনুমোদন করেছে I এই সহায়তা প্যাকেজে অন্তর্ভুক্ত রয়েছে প্রেসিডেন্ট বাইডেনের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়সমূহ। ৫০-৪৯ ভোটে এটি সমর্থন করেছেন শুধুমাত্র ডেমোক্র্যাটিক দলের সিনেটররা।

সিনেটে সংখ্যাগরিষ্ট নেতা চাক শুমার বলেন, এই বাজেট প্রস্তাব আমেরিকার কর্মসংস্থান, আমেরিকান পরিবার এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে ঐতিহাসিক বিনিয়োগের সুযোগ করে দেবে I বুধবার এক টুইটার বার্তায় চাক শুমার বলেন, এই বাজেট গড় আমেরিকানদের জন্য অর্থনীতি যেভাবে কাজ করে, তাতে ব্যাপক পরিবর্তন আনতে, আমাদের সাহায্য করবে।

সিনেটে সংখ্যালঘু নেতা, মিচ ম্যাককনেল ভোটের আগেই স্বীকার করেন যে, ডেমোক্রেটদের সংখ্যাগরিষ্ঠতা ঠেকাতে রিপাবলিকানদের হাতে যথেষ্ট ভোট ছিল না I তবে তিনি এই বাজেট প্রস্তাবকে "পুরো অবিশাস্য" বলে উল্লেখ করেন ।

XS
SM
MD
LG