অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র সেনেটের নেতারা একটি মতঐক্যে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।



যুক্তরাষ্ট্র সেনেটের নেতারা ঋণের সীমা বৃদ্ধি এবং সরকারের কাজকর্ম যে আংশিক ভাবে বন্ধ রয়েছে তা অবসানের লক্ষ্যে শেষ মূহুর্ত্বে একটি মতঐক্যে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যাতে বিশ্ব অর্থনীতিতে এর ক্ষতিকর প্রভাব না পড়ে।

বিভিন্ন সূত্রে বলা হয়েছে যে, মতঐক্য হ’লে জানুয়ারীর ১৫ তারিখ পর্যন্ত সরকা্রের কাজ কর্ম চলবে এবং ঋণের মাত্রাও পর্যাপ্ত থাকবে যাতে ফেব্রুযায়ি মাসের ৭ তারিখ পর্যন্ত ঋণ খেলাপী হবার কোন ঝুঁকি থাকবে না।

ডেমোক্রেট দলের নেতা সেনেটার হ্যারি রিড এবং রিপাবলিকান দলের নেতা সেনেটর মিচ ম্যাকনল মঙ্গলবার দিনের শেষ ভাগে আবার আলচনা শুরু করেছেন--- যাতে তারা একটি চুক্তিতে পৌঁছাতে পারেন। যে চুক্তিটি কংগ্রেসের দুই কক্ষ থেকেই আনুমোদন লাভ করতে হবে এবং বৃহস্পতিবারের মধ্যে প্রেসিডেণ্ট বারাক ওবামা তাতে সাক্ষর করতে পারবেন।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে ঋণের মাত্রা্ বৃদ্ধি এবং ঋণ খেলাপীর ঝুঁকির মধ্যে যাতে পড়ে না যায় সেজন্য সেনেট এবং প্রতিনিধি পরিষদে বৃহস্পতিবার এই আইন প্রস্তাবটি আনুমোদন লাভ করতে হবে।

কোন মতঐক্যে পৌঁছে না পারলে আর্থ বাজারে যে সংকট দেখা দেবে সেই আশংকার কারনে এই আলোচনা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে।
XS
SM
MD
LG