ইরাকী সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের সেনা সেদেশে আরও বেশি দিন রাখার জন্যে আহ্বান জানান সত্বেও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেইটস ইরাক থেকে এ বছরের শেষে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সময়সীমার পক্ষ সমর্থন করছেন।
গেইটস সাংবাদিকদের বুধবার বলেছেন যে ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করে যুক্তরাষ্ট্র এবং ইরাক সরকারের মধ্যে একটি চু্ক্তি সম্পাদিত হয়েছে। তিনি বলেন, যদি নতুন ইরাকী সরকার গঠিত হয় এবং এবং তারা যদি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর উপস্থিতি আরো বাড়াবার জন্যে আলোচনা করতে চায়, তাহলে যুক্তরাষ্ট্র আলোচনার জন্যে তৈরি, কিনতু সেই উদ্যোগ ইরাকের কাছ থেকেই আসতে হবে।
ইরাকের সবচেয়ে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা লেফটানেন্ট বাবাকির যাবেরি বলছেন যুক্তরাষ্ট্রের উচিত ২০২০ সাল পর্যন্ত ইরাকে তাদের সৈন্যবাহিনী রাখা।
যাবেরি বাগদাদে এক প্রতিরক্ষা বিষয়ক সম্মেলনে বলেন, ইরাকী সেনাবাহিনীর পক্ষে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে আরো দশ বছর লাগবে।