অ্যাকসেসিবিলিটি লিংক

এগারো সেপ্টেম্বর দু’হাজার এগারোর বর্ষপূর্তি



মঙ্গলবার নাইন এলেভেনের স্মরণ দিবসে হাজার হাজার মানুষ সমবেত হয়েছেন নিউ ইয়র্ক , ওয়াশিংটন ও পেনসেলভেনিয়ায় ১১ সেপ্টেম্বর দু’ হাজার একের যে সন্ত্রাসী হামলায় যুক্তরাষ্ট্রে প্রায় তিন হাজার মানুষের প্রাণ বিনাশ হয়েছিলো ,সেই তার স্মরণে ।
হোয়াইট হাউসে প্রেসিডেণ্ট বারাক ওবামা ও ফার্স্ট লেইডী মিশেল ওবামা এবং অন্যান্য গনমান্য বক্তিবর্গ অবনত মস্তকে মৌণ-মুহুর্ত পালন করেন স্থানিয় সময় ৮টা ছেচল্লিশ মিনিটের সময়ে , ঠিক ঐ সময়টাতেই যখন কিনা ২ হাজার একের ১১ সেপ্টেম্বর দু’ই জেট যাত্রি বিমানের প্রথমটি গিয়ে আঘাত হেনেছিলো নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেইড সেন্টারের গায়ে ।
পরে মি:ওবামা যান প্রতিরক্ষা দফতর পেন্টাগনে এক স্মরণ সভায় পৌরহিত্য করতে । এ প্রতিরক্ষা ভবনে সেদিন আঘাত হেনেছিলো তৃতিয় জেট-যাত্রি বিমানটি ।
ভাইস প্রেসিডেণ্ট জৌ বাইডেন পেনসেলভেনিয়ার শ্যাঙ্কসভীলে এক স্মরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । ওখানে , চতুর্থ জেট যাত্রি বিমানটির আরোহিরা বিমানের নিয়ন্ত্রণ , ছিনতাইকারিদের কব্জা থেকে ছিনিয়ে নেবার চেষ্টা করার সময় বিমানটি বিধ্বস্ত হয়েছিলো ।
রেপাবলিকান দলিয় প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনি , নেভাডা রাজ্যের রেনোতে ন্যাশনাল গার্ড সমিতির কনভেনশনে ভাষন দানের মধ্যে দিয়ে এ দিবসের স্মরন-শ্রদ্ধাঞ্জলির অনুষ্ঠানে অংশ নেন ।
XS
SM
MD
LG