অ্যাকসেসিবিলিটি লিংক

সার্ভিয়া-কসোভো শান্তি আলোচনা পুনরায় শুরু করার উদ্দ্যোগ


যুক্তরাষ্ট্রের শীর্ষ একজন কূটনীতিক জানিয়েছেন, যে, বলকানদের Euro -Atlantic Community তে সম্পৃক্ত করতে বৃহত্তর প্রয়াসের অংশ হিসাবে, White House সার্বিয়া- কসোভো আলোচনা পুনরায় শুরু করার উদ্দ্যোগ নিচ্ছে I বলকান বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত, Mathew Palmer বলেছেন, দুটি দেশের আলোচনা এখন স্থগিত হয়ে রয়েছে এবং যে কারণে সার্বিয়া ও কসোভো দুটি দেশইএই শতাব্দীতে নিরাপদ ও সমৃদ্ধশালী এক ভবিষ্যৎ অর্জনে সর্ব্বোত্তম সুযোগ হারাতে পারে I জার্মানিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, Richard Grenel কে এই আলোচনার দায়িত্ব দেয়া হয়েছে I

বিশেষ দূত Palmer আশা ব্যক্ত করেছেন, যে রাষ্ট্রদূত Grenel কে নিয়ে তারা সম্পর্ক স্বাভাবিকীকরণে সমন্বিত একটি চুক্তি স্বাক্ষর করতে সমর্থ হবেন I

XS
SM
MD
LG