অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বলেছেন ট্রাম্পের সমালোচনা সত্বেও তিনি নিজ পদে বহাল থাকবেন


বৃহস্পতিবার হোয়াইট হাউজ অ্যাটর্নি জেনারেলের প্রতি খুব হাল্কা ধরণের সমর্থন জানিয়েছে এবং যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে তদন্তকারী বিশেষ কৌসুলিকে যে শেষ পর্যন্ত চাকরি চ্যূত করা হতে পারে সেই সম্ভাবনা ও হোয়াইট হাউজ নাকচ করে দেয়নি।

হোয়াইট হাউজের ডেপুটি প্রেস সেক্রেটারি সারা হাকাবি স্যান্ডার্স বলেন যে অ্যাটর্নি জেনারেল জেফ সেশান রাশিয়া সম্পর্কে তদন্ত থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্তে প্রেসিডেন্ট হতাশ হয়েছেন।

সেসানের এর উপর প্রেসিডেন্টের , এখনো আস্থা আছে কীনা এ কথা জানতে চাইলে মুখপাত্রটি বলেন যে স্পষ্টত তাঁর প্রতি প্রেসিডেন্টের আস্থা আছে , নইলে তিনি অ্যাটর্নি জেনারেল হতে পারতেন না। সেশান বলেছেন যে প্রেসিডেন্টের সমালোচনা সত্বেও তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিজ পদে বহাল থাকবেন।

তবে প্রশাসনের বাইরে কেউ কেউ বিষয়টিকে ভিন্ন ভাবে দেখেন। ভয়েস অফ আমেরিকার বার্তা বিভাগকে ব্রুকিংস ইনস্টিটিউশানের প্রশাসনিক অধ্যয়ন বিভাগের সিনিয়র ফেলো উইলিয়াম গলস্টন বলেন বুধবার নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া ট্রাম্পের মন্তব্যে মনে হচ্ছে তিই অ্যাটর্নি জেনারেলের উপর আস্থা হারিয়েছেন।

XS
SM
MD
LG