যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল জেফ সেশান্স মঙ্গলবার বলেন যে ওয়াশিংটনে গত বছর দুবার রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে তিনি কোন অন্যায় করেননি এবং গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি মস্কোর সঙ্গে ষড়যন্ত্র করতে হাত মিলিয়ে ছিলেন , সে রকম কোন ইঙ্গিতকে তিনি বিতৃষ্ণামুলক ঘুণ্য মিথ্যা বলে অভিহিত করেন।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে নির্বাচনে জয়লাভে সাহায্য করতে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ তদন্তকারী সেনেটের ইন্টেলিজেন্স কমিটির শুনানির শুরুতেই সেশান্স বলেন যে রাশিয়ার হস্তক্ষেপের তদন্ত তদরকি থেকে তিনি নিজেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেন এ জন্য বিচার বিভাগের আইন অনুযায়ী তিনি নিজেকে এ সঙ্গে যুক্ত হতে পারেন না কারণ ট্রাম্পের নির্বাচনী প্রচার অভিযানে তিনি ছিলেন একজন প্রধান পরামর্শক।
অ্যাটর্নি জেনারেল আরও বলেন যে এফ বি আ্ই ‘এর একজন সাবেক পরিচালক রবার্ট মূলার যে তদন্তের নের্তৃত্ব দিচ্ছেন সে ব্যাপারে এখন তিনি কিছুই জানেন না । সেশন তদন্ত তদারকি থেকে সরে আসায় তাঁর ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রসেনস্টেইন রাশিয়ার বিষয়ে তদন্তের তদারকি করেছেন এবং তাঁরই বিশেষ পরামর্শক পদে রবার্ট মূলারের নাম ঘোষণা করা হয়েছে।
এ দিকে সেশানস প্রেসিডেন্টের সঙ্গে তাঁর কথাবার্তা নিয়ে আলোচনা করতে বার বার অস্বীকৃতি জানান এবং বলেন যে এ বিষয়গুলো ছিল একান্তই ব্যক্তিগত। অ্যাটর্নি জেনারেল আরও বলেন যে নির্বাচনী প্রচার অভিযানের সময়ে তিনি এমন কিছুই শোনেননি যে হিলারি ক্লিন্টনকে পরাস্ত করতে ট্রাম্পকে সাহায্য করার লক্ষে রাশিয়া নির্বাচনে হস্তক্ষেপ করছিল।