অ্যাকসেসিবিলিটি লিংক

কাবুল বিমান বন্দরে উত্তেজনাকর পরিস্থিতি, নিহত ৭


কাবুল বিমান বন্দরে জড়ো হওয়া জনতার একাংশ, ২০শে অগাস্ট, ২০২১ -এএফপি
কাবুল বিমান বন্দরে জড়ো হওয়া জনতার একাংশ, ২০শে অগাস্ট, ২০২১ -এএফপি


রবিবার, ব্রিটেনের প্রতিরক্ষা দপ্তর জানায় তালিবানের নিয়ন্ত্রণ গ্রহণের পর, হাজার হাজার লোক দেশ ছেড়ে চলে যাওয়ার ব্যাকুল প্রয়াসে বিমান বন্দরে জড়ো হলে, ৭ জনের মৃত্যু হয়I তালিবান গোষ্ঠী ১০দিনের অভিযানের পর, মাত্র এক সপ্তাহ আগে ১৫ই অগাস্ট, রাজধানীতে প্রবেশ করেI

সেই থেকেই, বিমান বন্দরের পরিস্থিতি অশান্ত ও বিশৃঙ্খল হয়ে ওঠে যখন, হাজার হাজার জনতা ২০ বছর আগেকার তালিবান শাসিত কঠোর ইসলামী আইন প্রবর্তনের আশংকায় ভীত-সন্ত্রস্ত হয়ে, দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা শুরু করেনI

ব্রিটেনের প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে জানায়, " স্থলে পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তবে যতটা সংঘবদ্ধ ও নিরাপদে সম্ভব আমরা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার প্রয়াস চালাচ্ছি"I

শনিবার কাবুলের তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস বা ৯৩ ডিগ্রি ফারেনহাইটে গিয়ে পৌঁছায়I দি এসোসিয়েটেড প্রেস মাধ্যম জানায়, মৃত ব্যক্তিরা দৈহিকভাবে পদপিষ্ট , দম বন্ধ, নাকি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করে জানা যায় নিI

রয়টার জানায়, কাবুলে অবস্থানরত SKY NEWS মাধ্যমের সংবাদদাতা জানিয়েছেন, শনিবার লক্ষ লক্ষ লোক কাবুল বিমান বন্দরে জড়ো হলে অনেকেই সম্মুখভাগের ব্যারিকেডে পৃষ্ট হয়ে থাকতে পারেনI

এছাড়াও, শনিবার, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের নাগরিকদের পরামর্শদেয়া হয় যে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের ব্যক্তিগত নির্দেশ না পাওয়া অব্দি তারা যেন কাবুল বিমান বন্দরে না আসেনI

XS
SM
MD
LG