অ্যাকসেসিবিলিটি লিংক

আইনজীবী রাজিয়া সুলতানা: রোহিঙ্গা সংকট এড়াতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সম্পূর্ণ ব্যর্থ


پارکی در کی‌یف و یک زوج که در روز «خانواده» در اوکراین همدیگر را می‌بوسند.
پارکی در کی‌یف و یک زوج که در روز «خانواده» در اوکراین همدیگر را می‌بوسند.

সংঘাত-সহিংসতার মধ্যে যৌন নিপীড়ন মোকাবেলা শীর্ষক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সোমবার অনুষ্ঠিত এক আলোচনায় জাতিসংঘের দুইজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেছেন, সংঘাত-সহিংসতার মধ্যে যৌন নিপীড়ন ও নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে আশু কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। ওই আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের পক্ষে প্রতিনিধিত্বকারী ও রোহিঙ্গাদের আইনজীবী রাজিয়া সুলতানা বলেছেন, রোহিঙ্গা সংকট এড়াতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশকে রোহিঙ্গাদের উপরে যৌন এবং অন্যান্য নির্যাতনের বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে উত্থাপনের আহবান জানান। আলোচনায় জাতিসংঘের উপ-মহাসচিব আমিনা মুহাম্মদ বলেন, যৌন নির্যাতন ও নিপীড়নকে এ বছর সেনা অভিযান এবং নিপীড়নের প্রথম ধাপ হিসেবে ব্যবহার করা হয়েছে মিয়ানমারসহ বিভিন্ন স্থানে। জাতিসংঘের বিশেষ প্রতিনিধি প্রমিলা প্যাটেন বলেন, কাগজপত্রের তথ্য এবং বাস্তব পরিস্থিতি এক নয়। আর নারীদের প্রতি নির্যাতনে আমরা কার্যকর কোনো পদক্ষেপই নিতে পারিনি।
ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:01:04 0:00


XS
SM
MD
LG