অ্যাকসেসিবিলিটি লিংক

শহীদুল আলম ‘ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড-২০২০’ লাভ করেছেন


সাহসী সাংবাদিকতার জন্য আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিমান বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম ‘ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড-২০২০’ লাভ করেছেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট বা সিপিজে শহীদুল আলাম ছাড়াও ইরান, নাইজেরিয়া ও রাশিয়ার ৪ জন সাংবাদিককে এই সম্মানে ভূষিত করে। শহীদুল আলম একজন পেশদার রাজনীতি ও সমাজমনস্ক আলোকচিত্রী। ২০১৮ সালের আগস্টে বাংলাদেশের ছাত্র বিক্ষোভ চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোকচিত্র প্রকাশ এবং বক্তব্য প্রদানের কারণে তিনি আটক হন এবং ৩ মাসেরও বেশি সময় পরে মুক্ত হন। পুরষ্কারপ্রাপ্তির পরে শহীদুল আলম সংবাদ মাধ্যমকে বলেন, এ পুরষ্কার শুধু তাঁর নয়, যারাই অন্যায়ের প্রতিবাদ করেছেন তাদের সবার। তিনি ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টের সমালোচনা করেন।
শহীদুল আলম সাংবাদিকতা এবং বাক-স্বাধীনতা সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

please wait

No media source currently available

0:00 0:02:06 0:00


XS
SM
MD
LG