অ্যাকসেসিবিলিটি লিংক

বি এন পি নেতা শমশের মবিন চৌধুরী কথা বলেছেন খালেদা জিয়ার যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে


বি এন পি নেতা শমশের মবিন চৌধুরী কথা বলেছেন খালেদা জিয়ার যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে

বেগম খালেদা জিয়া তার যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র সফরকালে প্রবাসি বাংলাদেশিদের সঙ্গে কথা বলবেন - সরকারি কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করবেন । বেগম যিযা তাঁর দলের ভবিষ্যত কর্ম পরিকল্পনা এবং দেশকে নিয়ে , দেশের মানুষকে নিয়ে তাঁর দল , তাঁরা কি ভাবছেন সেসব সবিস্তার ব্যাখ্যা করে ব৭লেন । যুক্তরাাজ্যে বসবাসরত বাংলাদেশিদের সুযোগ-সুবিধে নিয়ে তিনি মত বিনিময় করবেন , তাঁদের কল্যানের প্রতি মনোযোগ নিবন্ধ করা নিয়ে আলোচনা করবেন । যুক্তরাষ্ট্র অবস্থানকালে তিনি নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে আলোচনা করবেন - ওয়াশিংটন সফরকালে যযুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তারদের সঙ্গে মত বিনিময় করবেন - জন প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত্কারে মিলিত হবেন । শমশের মোবিন চৌধুরি বেগম যিয়ার সফরসঙ্গি হিসেবে ঢাকা থেকেযাত্রার কিছুক্ষন আগে টেলিফোনে এ সাক্ষাত্কার দেন ।

XS
SM
MD
LG