বেগম খালেদা জিয়া তার যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র সফরকালে প্রবাসি বাংলাদেশিদের সঙ্গে কথা বলবেন - সরকারি কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করবেন । বেগম যিযা তাঁর দলের ভবিষ্যত কর্ম পরিকল্পনা এবং দেশকে নিয়ে , দেশের মানুষকে নিয়ে তাঁর দল , তাঁরা কি ভাবছেন সেসব সবিস্তার ব্যাখ্যা করে ব৭লেন । যুক্তরাাজ্যে বসবাসরত বাংলাদেশিদের সুযোগ-সুবিধে নিয়ে তিনি মত বিনিময় করবেন , তাঁদের কল্যানের প্রতি মনোযোগ নিবন্ধ করা নিয়ে আলোচনা করবেন । যুক্তরাষ্ট্র অবস্থানকালে তিনি নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে আলোচনা করবেন - ওয়াশিংটন সফরকালে যযুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তারদের সঙ্গে মত বিনিময় করবেন - জন প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত্কারে মিলিত হবেন । শমশের মোবিন চৌধুরি বেগম যিয়ার সফরসঙ্গি হিসেবে ঢাকা থেকেযাত্রার কিছুক্ষন আগে টেলিফোনে এ সাক্ষাত্কার দেন ।