আফগানিস্তানের সেই সবুজ মায়াবী চোখের অধিকারিণী শরবত গুলাকে পাকিস্তানের কর্তৃপক্ষ আফগানিস্তানে ফেরত না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে I শনিবার পেশাওয়ারের একটি আদালত জালিয়াতি কোরে ন্যাশনাল আইডি বানানোর তাঁকে অভিযোগে দোষী সাব্যস্ত করে এবং সোমবারের মধ্যে দেশত্যাগের নির্দেশ দেয় I
তবে হেপাটাইটিস সি রোগে আক্রান্ত হবার কারণে এবং তাঁর শিশুদের কথা ভেবে আদালত সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে I