অ্যাকসেসিবিলিটি লিংক

বিখ্যাত ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিনের প্রচ্ছদের এক সময়ের অতি-পরিচিত আফগান কিশোরীর  মুখ,  সারবাত গুলাকে আদালত বহিষ্কারের আদেশ দিয়ে তার নিজ দেশে পাঠিয়ে দিয়েছে।


Pakistan's Inam Khan, owner of a book shop shows a copy of a magazine with the photograph of Afghan refugee woman Sharbat Gulla, from his rare collection in Islamabad, Pakistan, Oct. 26, 2016.
Pakistan's Inam Khan, owner of a book shop shows a copy of a magazine with the photograph of Afghan refugee woman Sharbat Gulla, from his rare collection in Islamabad, Pakistan, Oct. 26, 2016.

পাকিস্তানের কর্মকর্তারা বুধবার জানিয়েছেন যে বিখ্যাত ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিনের প্রচ্ছদের এক সময়ের অতি-পরিচিত আফগান কিশোরীর মুখ/ সেই সারবাত গুলাকে আদালত বহিষ্কারের আদেশ দিয়ে তার নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।

১৯৮৫ সালে প্রচ্ছদ চিত্রটি ছিল আফগান কিশোরী সারবাত গুলার, তার সেই সবুজ চোখের দৃষ্টিকে প্রতীকী অর্থে আফগান যুদ্ধের সংগে তুলনা করা হত। পরিচয় জাল করার দায়ে তাকে অভিযুক্ত করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন যে একটি হাসপাতালে সারবাত গুলাকে হেপাটাইটিস সি’র চিকিৎসা করা হয়েছে।

বুধবার রাত প্রায় আড়াই’টার দিকে গুলা এবং তার চার সন্তান সীমান্ত পাড় হন। গত সপ্তাহে AFP সংবাদ মাধ্যমকে বলেন, “ আফগানিস্তান কেবলই আমার জন্মভূমি আর পাকিস্তান আমার আবাসভূমি এবং সবসময় পাকিস্তানকে আমার দেশ মনে করি।” আদালতের সিদ্ধান্তে গুলা গভীর ভাবে মর্মাহত।

XS
SM
MD
LG