বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিতব্য সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) বিষয়ক সম্মেলন ও ৬৫তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য আজ নিউইয়র্কে পৌছে গেছেন।
প্রধানমন্ত্রী তার ১০ দিনের এই সফরে বিভিন্ন্ অনুষ্ঠানে যোগ দেবেন। তাঁর সফরসঙ্গী হিসেবে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল রয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পীকার, কয়েকজন সিনিয়র মন্ত্রী ও উপদেষ্টা, কর্মকর্তা, ব্যবসায়ী, গণমাধ্যম ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ দলে থাকছেন।
এর আগে নিউইয়র্ক থেকে বিস্তারিত জানান জাকিয়া খান।