অ্যাকসেসিবিলিটি লিংক

জনগনের ক্ষমতায়ন,গণতন্ত্র ও শান্তির সোপান বেয়ে উন্নয়নের উত্তরণ ঘটাতে হবে - শেখ হাসিনা


জনগনের ক্ষমতায়ন,গণতন্ত্র ও শান্তির সোপান বেয়ে উন্নয়নের উত্তরণ ঘটাতে হবে - শেখ হাসিনা
জনগনের ক্ষমতায়ন,গণতন্ত্র ও শান্তির সোপান বেয়ে উন্নয়নের উত্তরণ ঘটাতে হবে - শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সাক্ষাত্কারে বর্তমান সরকারের অর্জন নিয়ে কথা বলেছেন । জ্বালানী , খাদ্য নিরাপত্তা , নারী শিক্ষা , নারী উন্নয়ন , স্বাস্থ্য-শিক্ষা খাতে বর্তমান সরকারের সাফল্যের বিস্তারিত বিবরণ তুলে ধরেন তিনি । অর্থনৈতিক অগ্রগতির কথায় শেখ হাসিনা বলেন – তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনিও জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করেন। তিনি মনে করেন, জনগনের ক্ষমতায়নের এই পথ বেয়েই গণতন্ত্র তথা টেকসই শান্তি কায়েমের পথে এগিয়ে যেতে হবে আর ওভাবেই উন্নয়নে উত্তরণ সম্ভব হবে। যার ফলে সহস্রাব্দ লক্ষ্যমাত্রা বা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন সম্ভব হবে ।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন – বাংলাদেশকে একটা সময়ের গন্ডির ভেতরে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করতে তাঁর সরকার সর্বোতঃ চেষ্টা চালিয়ে যাচ্ছেন । শেখ হাসিনা বলেন – যুক্তরাষ্ট্র এবং প্রতিবেশি দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সৌহার্দ্যপূর্ন সম্পর্ক বজায় রয়েছে – থাকবেও ভবিষ্যতে । শেখ হাসিনা ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে তাঁর ঐ সাক্ষাত্কারে বলেন , সন্ত্রাসের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবেনা , সন্ত্রাসের সঙ্গে বাংলাদেশ কখনোই সমঝোতা করবে না – সন্ত্রাস নির্মূল অভিযান লাগাতার বহাল থাকবে ।

XS
SM
MD
LG