অ্যাকসেসিবিলিটি লিংক

উত্তরাঞ্চলীয় সিরিয়ার হাসপাতালে গোলা বর্ষণ, অন্তত ৬ নিহত 


তুরস্ক সমর্থিত যোদ্ধাদের নিয়ন্ত্রণে থাকা, উত্তরাঞ্চলীয় সিরিয়ার একটি হাসপাতাল, গোলাবর্ষণে বিধস্ত হলে, হাসপাতাল কর্মী, সক্রিয়বাদী ও চিকিৎসা গ্রূপের সদস্যসহ অন্তত ৬ জনের মৃত্যু হয়েছেI কারা এই গোলাগুলির জন্য দায়ী, তাৎক্ষণিকভাবে তা জানা যায় নিI তবে ওই অঞ্চলে সরকারি সেনা ও কুর্দি পরিচালিত সেনারা মোতায়েনরত রয়েছেI

হামলায় অন্তত, ৪জন হাসপাতাল কর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতরI তুরস্ক জোট ও সিরীয় যোদ্ধারা ২০১৮ সালে, আফরিন শহরের নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং স্থানীয় কুর্দি যোদ্ধাদের ওই অঞ্চল থেকে বিতাড়িত করলে, হাজার হাজার কুর্দি জনগণ বাস্ত্যুচুত হনI কুর্দি যোদ্ধা, যারা আফরিন শহরটি নিয়ন্ত্রণ করতো, তুরস্ক তাদেরকে সন্ত্রাসী বলে চিহ্নিত করেI সেই থেকেই তুর্কি সেনাদের লক্ষ্য করে হামলা শুরু হয়I

তবে ব্রিটেন ভিত্তিক নজরদারি সংস্থা, 'সিরিয়ান অবজার্ভভেটোরি অব হিউম্যান রাইটস' হামলায় শিশুসহ অন্তত ১৬ জনের মৃত্যুর জানায় , যাদের বেশির ভাগই সাধারণ নাগরিকI

XS
SM
MD
LG