বুধবার টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলের ফোর্ট হুড সামরিক ঘাটিতে একজন সৈন্য গুলি চালিয়ে আত্মহত্যা করার আগে তিন জন সহকর্মী সৈন্যকে হত্যা করেছে ।ঐ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছে।
ঐ ঘাঁটির কমান্ডার , লিউট্যানেন্ট জেনারেল মার্ক মিলে বুধবার রাতে জানান যে আক্রমণকারীর দিকে মিলিটারী পুলিশের এক কর্মকর্তা এগিয়ে গেলে সে তার সেমি অটোম্যাটিক পিস্টল দিয়ে নিজেকেই হত্যা করে।
মার্ক মিলে আরও বলছেন যে ঘটনার ধারাবাহিকতা এবং সময় শতকরা ১০০ ভাগ পরিস্কার নয় তবে মনে করা হচ্ছে যে সে ঐ ভবনের একটি ইউনিটে হেঁটে যায় , গুলি চালায় , একটি গাড়িতে উঠে পড়ে , গাড়ি থেকে গুলি চালায় , গাড়ি থেকে বেরিয়ে আরেকটি ভবনে প্রবেশ করে এবং আবার ও গুলি চালায়। আর তার পরই ফোর্টহুডের স্থানীয় আইন প্রযোগকারীরা ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেন।
মিলে বলছেন যে তার উদ্দেশ্য জানা যায়নি তবে কর্তৃপক্ষ মনে করে না যে এই ঘটনাটি সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত। বন্দুকধারীটির নাম ইভান লোপেজ বলে কর্তৃপক্ষ সনাক্ত করেছে।
মিলে আরও বলেন যে এই লোক ২০১১ সালে ইরাকে যোদ্ধৃবাহিনীর অংশ ছিল এবং আতঙ্কজণিত মানসিক চাপের জন্যে তাকে পরীক্ষা করা হচ্ছিল। বিষন্নতা , উদ্বেগ ও অন্যান্য মনস্তাত্বিক সমস্যার জন্য তার মানসিক চিকিৎসা চলছিলো।
বন্দুক যুদ্ধের প্রথম প্রতিবেদনের পর টেলিভিশন ফুটেজে দেখা গেছে যে মিলিটারি পুলিশ ঐ ঘাটিটিঁ সন্ধানের সময়ে আকাশে হেলিকপ্টার দেখা যায়। নিকটবর্তী অসামরিক পুলিশ ও যানবাহনে তল্লশি কাজ চালায় এবং ঐ ঘাঁটির চতুর্দিক বন্ধ করে দেয় এবং মিলিটারি পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো কড়া প্রহরাধীন ঐ স্থাপনায় চিরুণি তল্লাশি চালাচ্ছে।
ঐ ঘাঁটির কমান্ডার , লিউট্যানেন্ট জেনারেল মার্ক মিলে বুধবার রাতে জানান যে আক্রমণকারীর দিকে মিলিটারী পুলিশের এক কর্মকর্তা এগিয়ে গেলে সে তার সেমি অটোম্যাটিক পিস্টল দিয়ে নিজেকেই হত্যা করে।
মার্ক মিলে আরও বলছেন যে ঘটনার ধারাবাহিকতা এবং সময় শতকরা ১০০ ভাগ পরিস্কার নয় তবে মনে করা হচ্ছে যে সে ঐ ভবনের একটি ইউনিটে হেঁটে যায় , গুলি চালায় , একটি গাড়িতে উঠে পড়ে , গাড়ি থেকে গুলি চালায় , গাড়ি থেকে বেরিয়ে আরেকটি ভবনে প্রবেশ করে এবং আবার ও গুলি চালায়। আর তার পরই ফোর্টহুডের স্থানীয় আইন প্রযোগকারীরা ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেন।
মিলে বলছেন যে তার উদ্দেশ্য জানা যায়নি তবে কর্তৃপক্ষ মনে করে না যে এই ঘটনাটি সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত। বন্দুকধারীটির নাম ইভান লোপেজ বলে কর্তৃপক্ষ সনাক্ত করেছে।
মিলে আরও বলেন যে এই লোক ২০১১ সালে ইরাকে যোদ্ধৃবাহিনীর অংশ ছিল এবং আতঙ্কজণিত মানসিক চাপের জন্যে তাকে পরীক্ষা করা হচ্ছিল। বিষন্নতা , উদ্বেগ ও অন্যান্য মনস্তাত্বিক সমস্যার জন্য তার মানসিক চিকিৎসা চলছিলো।
বন্দুক যুদ্ধের প্রথম প্রতিবেদনের পর টেলিভিশন ফুটেজে দেখা গেছে যে মিলিটারি পুলিশ ঐ ঘাটিটিঁ সন্ধানের সময়ে আকাশে হেলিকপ্টার দেখা যায়। নিকটবর্তী অসামরিক পুলিশ ও যানবাহনে তল্লশি কাজ চালায় এবং ঐ ঘাঁটির চতুর্দিক বন্ধ করে দেয় এবং মিলিটারি পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো কড়া প্রহরাধীন ঐ স্থাপনায় চিরুণি তল্লাশি চালাচ্ছে।