ভেনেজুয়েলায় বিক্ষোভ, মিছিল, প্রতিবাদ এখন প্রতিদিনকার চিত্র। এপ্রিল মাস থেকে কম করে হলেও মারা গেছে শতাধিক মানুষ। দেশটির রাজধানী কারাকাস প্রায় প্রতিদিনই পরিণত হচ্ছে রণক্ষেত্রে। বাড়ছে আর্ন্তজাতিক চাপ। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ড মাইক স্পেন্স সফর করছেন দক্ষিণ আমেরিকা। ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগরে শিক্ষক ড. মাহফুজ পারভেজ এবং কানাডার এলগোমা বিশ্ববিদ্যালয়ের বিজনেস এন্ড ইকোনোমিক্স বিভাগের শিক্ষক ড. নুসরাতই আজিজ এর সাথে কথা বলেছেন শাহাদাৎ হোসেন সবুজ।