উত্তরপ্রদেশের সন্ত্রাস দমন বাহিনী এটিএস একজন বিশিষ্ট ইসলামি শিক্ষাবিদ মাওলানা কালিম সিদ্দিকীকে ধর্মান্তকরণ চক্র চালানোর অভিযোগে গ্রেফতার করেছে। আজ বুধবার লখনৌতে উত্তরপ্রদেশ পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক অতিরিক্ত ডিরেক্টর জেনারেল প্রশান্ত কুমার জানিয়েছেন, সিদ্দিকী তাঁর জামিয়া ইমাম ওয়ালীউল্লাহ ট্রাস্টের জন্য তিন কোটি টাকা বিদেশ থেকে পেয়েছেন, যার মধ্যে বাহারাইন থেকে এসেছে দেড় কোটি টাকা। পুলিশের অভিযোগ, এই টাকায় সিদ্দিকী বেশ কয়েকটি মাদ্রাসা চালান, যেখানে ধর্মান্তকরণ করা হয়।
এটিএস-এর ইন্সপেক্টর জেনারেল জি কে গোস্বামী বলেছেন, সিদ্দিকীর সিন্ডিকেটের মাধ্যমে দেশে অন্তত হাজার খানেক লোককে হিন্দু থেকে মুসলমান করা হয়েছে। গতকাল রাতে উত্তরপ্রদেশের মিরাট থেকে এটিএস সিদ্দিকীকে গ্রেফতার করে। এখনও তাঁকে জেরা করা চলছে।
তবে আম আদমি পার্টির বিধায়ক আমানতুল্লাহ খান বলেছেন, ৬৪ বছর বয়সী ইসলামি শিক্ষাবিদের গ্রেফতার আর কিছুই নয়, মুসলিমদের প্রতি বিজেপির অত্যাচারের আর একটা প্রমাণ।
সমাজবাদী পার্টির সাংসদ শফিকুর রহমান বার্ক বলেছেন, বিজেপি সরকারের আর কোনও কাজ নেই মুসলমানদের হয়রানি করা ছাড়া।