অ্যাকসেসিবিলিটি লিংক

সিয়েরা লিওনে বড়দিনের উত্সব নিষিদ্ধ করা হচ্ছে


সিয়েরা লিওন সরকার ইবোলা ভাইরাস বিস্তার রোধে বড় দিনের উত্সব নিষিদ্ধ করে দিয়েছেন I শুক্রবার একজন সরকারী কর্মকর্তা জানান বড় দিনের ঠিক ৫ দিন আগে ২০শে ডিসেম্বর থেকে সব ধরনের উত্সব-আয়োজন নিষিদ্ধ করা হচ্ছে I তবে সরকারী এই আদেশ বড় দিনে যারা উপাসনার জন্য চার্চে যাবেন তাদের বেলায় প্রযোজ্য নয় I সরকারী মুখপাত্র জানান জন-সমাবেশে জনগনের দৈহিক স্পর্শ কমানোর নিমিত্ত এই পদক্ষেপ নেয়া হয়েছে, যাতে করে ভাইরাস সংক্রমণ আয়ত্তে রাখা যায় I

XS
SM
MD
LG