অ্যাকসেসিবিলিটি লিংক

স্বাস্থ্যগত কারণে দলীয় ফাইনালে অংশ নিচ্ছেন না যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সিমোন বাইলস


দলীয় ফাইনালের সময় যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সিমন বাইলসকে দেখা যাচ্ছে। ২৭ জুলাই, ২০২১।
দলীয় ফাইনালের সময় যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সিমন বাইলসকে দেখা যাচ্ছে। ২৭ জুলাই, ২০২১।

অলিম্পিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়ন সিমোন বাইলস চিকিত্সার কারণে দলীয় ফাইনাল থেকে বাদ পড়েছেন। ইউএসএ জিমন্যাস্টিকস এমনটাই ব্যাখ্যা দিয়েছে।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ জিমন্যাস্ট হিসাবে বিবেচিত ২৪ বছর বয়সী মার্কিন তারকা ভল্ট থেকে নেমে আসার পর একজন প্রশিক্ষক তাঁর সাহায্যে এগিয়ে যান।তারপরে তিনি দলের চিকিত্সকের সঙ্গে প্রতিযোগিতার আসর থেকে বেরিয়ে যান।

বাইলস কয়েক মিনিট পরে ফিরে এসে তার বার গ্রিপগুলি খুলে ফেলেন এবং সতীর্থ গ্রেস ম্যাককালাম, সুনিসা লি ও জর্ডান চাইলসকে আলিঙ্গন করেন।বাইলসের পরিবর্তে এখন চাইলস অসম বারস এবং ভারসাম্য রশ্মিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বাইলসকে ছাড়াই এখন আমেরিকানরা বাকি প্রতিযোগিতা শেষ করতে বাধ্য হবে।তৃতীয়বারের মতো অলিম্পিক খেতাব অর্জনে এটি হবে চরম এক বাধা।

XS
SM
MD
LG