অ্যাকসেসিবিলিটি লিংক

অলিম্পিকে ফিরে ব্রোঞ্জ জিতল বাইলস


ব্রোঞ্জ পদক জয়ের পর পদক হাতে সিমোন বাইলস। ৩ আগস্ট, ২০২১।
ব্রোঞ্জ পদক জয়ের পর পদক হাতে সিমোন বাইলস। ৩ আগস্ট, ২০২১।

যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সিমোন বাইলস মঙ্গলবার তার ক্যারিয়ারের সপ্তম অলিম্পিক পদক জিতেছেন। আগের ইভেন্টগুলি থেকে সরে আসার পর প্রতিযোগিতায় পুনরায় ফিরে ব্যালেন্স বিমে তিনি ব্রোঞ্জ অর্জন করেছেন।

বাইলস তার রুটিন শেষে ডাবল পাইক থেকে অবতরণের পর এক বিশাল হাসি দেন।

ভল্টে প্রতিদ্বন্দ্বিতা করার পর দলীয় ইভেন্ট থেকে তার নাম প্রত্যাহার করা ছিল এক ছিল বিস্ময়কর কেননা অনেকের প্রত্যাশা ছিল যে তিনি এই অলিম্পিকে কমপক্ষে পাঁচটি স্বর্ণপদক জিততে পারেন।

বাইলস ব্যাখ্যা দিয়েছেন যে তিনি তার মানসিক স্বাস্থ্যের দিকে মনোনিবেশ করছেন। তিনি বলেন তার মন এবং শরীর এক যোগে কাজ করছিল না। বিশেষ করে শুন্যে টুইস্ট দেয়ার সময়।

যুক্তরাষ্ট্রের দল রৌপ্য পদক জয়ের পর, তিনি দলীয় প্রতিযোগিতা ও ব্যক্তিগত ইভেন্টের ভল্ট, অসম বার এবং ফ্লোর এক্সারসাইজ থেকে তার নাম প্রত্যাহার করেন।

অন্যান্য ইভেন্টের তুলনায় ব্যালেন্স বিমে টুইস্টিং এর দক্ষতা প্রয়োগের প্রয়োজন তেমন পড়ে না বলে বাইলস প্রতিযোগিতায় অংশ নিতে পেরেছেন।ডাবল পাইক দিয়ে অবতরণের পারফরমান্স বাইলসের আগের প্রতিযোগিতায় টুইস্ট দিয়ে পারফর্ম করার চেয়ে সহজ ছিল।

চীনের গুয়ান চেনচেন মঙ্গলবার নিজ দলের তাং জিজিংকে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন। তাং জিজিং রৌপ্য জিতেছেন।

XS
SM
MD
LG