অ্যাকসেসিবিলিটি লিংক

সিঙ্গাপুর নর্দমার পানিকে পানীয় জলে রূপান্তরিত করছে


সিঙ্গাপুরের প্লান্টে ময়লা জল বিশুদ্ধিকরণ প্রক্রিয়া, ২৭শে জুলাই, ২০২১ -এএফপি
সিঙ্গাপুরের প্লান্টে ময়লা জল বিশুদ্ধিকরণ প্রক্রিয়া, ২৭শে জুলাই, ২০২১ -এএফপি

সিঙ্গাপুরের একটি প্লান্টের মাটির তলদেশের গভীরে শোনা যায় বিশাল পাম্পের দ্রুত শব্দ, যে পাম্পের সাহায্যে সেখানে নদর্মার ময়লা পানিকে রূপান্তরিত করা হচ্ছে বিশুদ্ধ পানীয় জলে এবং যা একাধারে সাগরের দূষণ কমাতে সাহায্য করছেI ক্ষুদ্র দ্বীপ-দেশ সিঙ্গাপুরের রয়েছে যৎসামান্যই প্রাকৃতিক পানীয় জলের কোন উৎস,তাই বিশেষত পার্শ্ববর্তী দেশ, মালয়েশিয়া'র ওপরই তাদেরকে এই পানি সরবরাহের জন্য নির্ভর করতে হয়I

তাদের স্বয়ংসম্পূর্ণতা বাড়াতে, সরকার ময়লা আবর্জনাযুক্ত পানিকে বিশুদ্ধ করার লক্ষ্যে টানেল ও উচ্চ-প্রযুক্তি সম্পন্ন নেটওয়ার্কের উদ্ভাবন ঘটিয়েছেI প্রক্রিয়াজাত এসব ময়লা পানি সিঙ্গাপুরের ৪০% চাহিদা পূরণে সমর্থ হবে এবং দেশটির পানি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী ২০৬০ সালের মধ্যে তা বৃদ্ধি পেয়ে ৫৫% চাহিদা মেটাবেI

প্রক্রিয়াজাত এই পানির বেশির ভাগই ব্যবহার করা হবে শিল্পখাতে ; তবে এর কিছুটা সংরক্ষিত হবে ৫০ লক্ষ ৭০ হাজার লোকের বসবাস সিঙ্গাপুরের পানীয় জলাধারেI

(এএফপি)

XS
SM
MD
LG