অ্যাকসেসিবিলিটি লিংক

 ‘পরিস্থিতি স্থিতিশীল হয়েছে’: কাজাখস্তানের প্রেসিডেন্ট


কাজাখস্তানের আলমাটিতে সংঘর্ষের পর জ্বলতে থাকা পুলিশের একটি বাস, ৮ই জানুয়ারি, ২০ ২২, ছবি/ভাসিলি ক্রেস্টেনিনোভ/এপি

কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ এর দপ্তর রবিবার এক বিবৃতিতে জানায়, “দেশটির সব অঞ্চলেই পরিস্থিতি স্থিতিশীল রয়েছে”। এক সপ্তাহ ধরে চলা বিশৃঙ্খলার পর এই বিবৃতিটি দেওয়া হয়। ওই বিশৃঙ্খলা চলাকালে, গত শুক্রবার প্রেসিডেন্ট টোকায়েভ টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে, নিরাপত্তা বাহিনীকে মধ্য এশিয়ার এই দেশটিতে বিক্ষোভকারীদের কোনো সতর্কীকরণ ছাড়াই হত্যা করতে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন।

গত সপ্তাহে কাজাখস্তানের নিরাপত্তা বাহিনী ২৬ জন বিক্ষোভকারীকে হত্যা এবং ৫ হাজার ৮০০ জনকে আটক করে বলে প্রেসিডেন্টের দফতর রবিবার জানিয়েছে। রাষ্ট্রপতির পক্ষ থেকে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, আটকদের মধ্যে “উল্লেখযোগ্যসংখ্যক বিদেশি নাগরিক রয়েছেন”।

এই ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৮ জন সদস্যও নিহত হন।

প্রেসিডেন্টের হত্যা করতে গুলি চালানোর আদেশের পর, শনিবার কাজাখস্তানের অ্যালমাটি আন্তর্জাতিক বিমানবন্দরে রাশিয়ার আরও সেনা এসে পৌঁছানোর চিত্র রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশ করা ভিডিওতে দেখা গিয়েছে।

টোকায়েভ গত বুধবার জরুরি অবস্থা ঘোষণা করার পর ইওরাশিয়ান আন্তসরকারি সামরিক জোট যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থার (কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অরগানাইজেশন) কাছে বিক্ষোভ দমনে সহায়তাচাইলে, এই সেনারা কাজাখস্তানে আসতে শুরু করে। যাদের বেশিরভাগই রাশিয়ার সেনা।

প্রায় ২ হাজার ৫০০ সেনা মোতায়েন করা হচ্ছে। তাদের কেউ কেউ রাজধানী নূর-সুলতানে সরকারি ভবন পাহারায় নিয়োজিত রয়েছে। এতে করে “কাজাখস্তানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অংশকে অ্যালমাটিতে সন্ত্রাসবিরোধী অভিযানে নিযুক্ত করার জন্য” পাওয়া গিয়েছে বলে টোকায়েভের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে।

রাশিয়া, বেলারুশ, আর্মেনিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তানের বাহিনীর সমন্বয়ে সিএসটিও (কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অরগানাইজেশন) গঠিত।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, কাজাখস্তানে জরুরি অবস্থা ঘোষণার ব্যাপারে যুক্তরাষ্ট্র “অত্যন্ত উদ্বিগ্ন”।

তিনি বলেন, “আমরা পরিস্থিতিযথেষ্ট উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি, এবং একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে আমরা সবাইকে উৎসাহিত করছি”।

XS
SM
MD
LG