অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তান থেকে অবশেষে নিজ দেশে ফিরলেন ৬ বাংলাদেশী


আফগান নাগরিকদের কাবুল থেকে সরিয়ে নেওয়ার পর মার্কিন বিমান বাহিনীর একটি বিমান ফিরে যাচ্ছে।৩১ আগস্ট ২০২১।
আফগান নাগরিকদের কাবুল থেকে সরিয়ে নেওয়ার পর মার্কিন বিমান বাহিনীর একটি বিমান ফিরে যাচ্ছে।৩১ আগস্ট ২০২১।

অবশেষে আফগানিস্তান থেকে নিরাপদে ফিরে গেলেন আটকে পড়া ৬ বাংলাদেশি। বাংলাদেশ সময় রাত ১১ টা ২৬ মিনিটে দুবাই থেকে অ্যামিরাটসের ফ্লাইটে তারা ঢাকা অবতরণ করেন। এরা হচ্ছেন রাজিব বিন ইসলাম, কামরুজ্জামান, নজরুল ইসলাম, ইমরান হোসেন, শেখ ফরিদ উদ্দিন ও আবু জাফর মাসুদ করিম। তারা কাবুলের টেলিফোন ওয়্যারলেসের প্রকৌশলী হিসাবে কর্মরত ছিলেন।

তালিবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর সেখানে অবস্থানরত বাংলাদেশীদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়। তার অবসান হলো এই ৬ জনের দেশে ফেরার মধ্য দিয়ে দিয়ে। আফগানিস্তানে কর্মরত অন্য বাংলাদেশীরাও এর মাঝে বিভিন্ন দেশে চলে গেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় শুরু থেকেই সবার ফিরে আসার বিষয়টি মনিটর করেছে এবং নিয়মিত খবর নিয়েছে। দেশে ফেরা ৬ জনকে স্বাগত জা্নাতে বিমান বন্দরে উপস্থিত ছিলেন তাদের পরিবারের সদস্যরা। মিডিয়া কর্মীরা তাদের সঙ্গে কথা বলেন। মাসুদ করিমের পরিবারের সদস্যরা সাংবাদিকদের বলেন, ভীষণ উদবিগ্ন ছিলাম। আজ তার অবসান হলো। আমরা অনেক টেনশনে ছিলাম। এখন স্বস্তি ফিরে এসেছে। কামরুজ্জামানের পরিবারের সদস্যরা বলেন, নিয়মিত যোগাযোগ ছিলো আমাদের সঙ্গে। সর্বশেষ অবস্থানের কথা তারা জানাতেন আমাদেরকে। তবু একটা ভয় কাজ করতো। এখন তারা ফিরে আসাতে মনের ভেতরে শান্তি নেমে এসেছে। কোন টেনশন নেই। আমরা আনন্দিত, কৃতজ্ঞ তাদের কাছে যারা দেশে ফিরতে সহায়তা করেছেন।

XS
SM
MD
LG