ভারতের সংবাদ সংস্থার খবর মাওবাদী হানায় রক্তাক্ত ঝাড়খণ্ডের লাতেহার। শহরের কালা পাহাড় অঞ্চলে মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে অন্তত ছয় জন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও পাঁচ জন।
সংবাদ সংস্থা সূত্রের খবর, নিহতরা সকলেই মাওবাদী দমনে গঠিত ঝাড়খণ্ড সশস্ত্র পুলিশের জাগুয়ার ফোর্সের সদস্য ছিলেন। যখন হামলা হয়, তখন উপস্থিত ছিলেন লাতেহার ও গাড়োয়ার পুলিশ সুপার। রাজ্য পুলিশের ডিআইজি বিপুল শুক্ল জানিয়েছেন পুলিশের কাছে খবর পৌঁছয় যে গাড়োয়া জেলার চিঞ্জো এলাকায় কিছু মাওবাদী আত্মগোপন করে রয়েছে।
যখন তল্লাশি-অভিযানে সেখানে পৌঁছয় বাহিনী, তখনইমাওবাদীরা ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটিয়ে গুলিবর্ষণ শুরু করে দেয়। হামলার খবর পেয়েই ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে বিশাল নিরাপত্তা বাহিনী।