অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানে বিস্ফোরণে ১৬ জন নিহত


পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের কর্মকর্তারা বলছেন যে সেখানে বোমা বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত এবং আরও ৪০ জন আহত হয়েছে।

কর্তৃপক্ষ বলছে যে সোমবার খাইবার উপজাতীয় অঞ্চলের জামরুদ শহরে সরকারী দপ্তরগুলোর কাছে একটি বাজারর এলাকায় এই বিস্ফোরণটি ঘটে । এই হামলার দায় কেউই স্বীকার করেনি।

খাইবার এলাকায় পাকিস্তানি তালিবান সহ বেশ কিছু ইসলামি জঙ্গি গোষ্ঠির আস্তানা রয়েছে , যারা কীনা বেশ অনেক বছর ধরেই সরকারের বিরুদ্ধে রক্তাক্ত বিদ্রোহ চালিয়ে এসছে।


গোলযোগপূর্ণ কোয়েটা শহরে কর্মকর্তারা জানিয়েছেন যে আজই বন্দুকধারীরা প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র এবং দু জন পুলিশ কর্মকর্তাকে হত্যা করে।

পুলিশ বলে যে হামলাকারীরা খাদিম হোসেন নুরিকে গুলি করে হত্যা করে এবং তারপর তাদের তাড়া করছিল যে পুলিশরা তাদেরও হত্যা করে। ঐ বেসরকারী কর্মকর্তাটি ছিলেন শিয়া মুসলমান এবং কর্মকর্তারা বলছেন যে বেলুচিস্তানের এই আক্রমণের সঙ্গে সেখানকার ধর্মীয় গোষ্ঠিগত গোলোযোগের একটা সম্পর্ক থাকতে পারে।
XS
SM
MD
LG