বাংলাদেশে, পশ্চিম বঙ্গে, হোন্ডুরাসে-ডেঙ্গু জ্বরের প্রকোপ নিয়ে আলোচনা ক’রেছেন যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনিভার্সিটী স্কুল অফ মেডিসীনের চিকিৎসা বিজ্ঞান গবেষক ডক্টর মোহাম্মদ নকিবূদ্দীন। ভয়েস অফ এ্যামেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে টেলিফোনে কথা বলেন সরকার কবীরুদ্দীন ।