অ্যাকসেসিবিলিটি লিংক

বর্মার নির্বাচনে অন সান সূ চীর জয় নিয়ে মেঘনা গূহঠাকুরতার সাক্ষাত্কার


বর্মার গনতন্ত্রকামি , নোবেল বিজয়ি নেত্রি অন সান সূ চী বর্মার সংসদীয় নির্বাচনে জয়ি হয়েছে বিপুল সংখ্যাধিক্য ভোটে । তাঁর দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির পক্ষে ৪৫টি আসনে প্রতিদ্বন্দীতা করা হয়েছিলো । দলের অনেক প্রার্থী এবং অন সান সূ চী নিজে জিতলেও তা সংসদের নিয়ন্ত্রন বা সংখ্যাগরিষ্ঠতা কোনোটাই তাঁকে পাইয়ে দেবেনা কিন্তু প্রতিকী এ বিজয় বর্মায় গনতন্ত্রের পথ প্রশ্বস্ত করবে বলে মনে করছেন বিসেষজ্ঞেরা । বলা হচ্ছে এক বছর আগে নামমাত্র যে অসামরিক সরকার বর্মার সংস্কারের লক্ষে ছাড় দেওয়া শুরু পর থেকে এ নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত । অন সান সূ চীর এ বিজয় একটা মাইল ফলক অগ্রগতি । এতে পশ্চিমি দুনিয়া ও যুক্তরার্ট্র বর্মার ওপর আরোপিত অর্থনৈতিক বিধিনিষেধ শিথিল করার বিষযটি বিবেচনা করতেও পারে । বিগত ২০ বছরের বেশিরভাগ সময়ই গৃহঅন্তরীন থাকার পর এবং ১৯ শ’ ৯০ সালে বিপুল সংখ্যাধিক্য ভোটে জেতবার পরও বর্মার সামরিক জান্তা যে অন সান সূ চীকে ক্ষমতা দিতেঅসম্মতি জানিযেছিলো তিনিই এখন জাতির প্রতি সমঝোতা কায়েমের আহ্বান জানিয়েছেন । বিষয়টি নিয়ে আমরা কথা বলি ডাকা বিশ্বিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিবাগের প্রাক্তন শিক্ষক ,অসরকারী গবেষনা প্রতিষ্ঠান রিসার্চ ইনিশিয়েটীভ বাংলাদেশএর গবেষক , ভাস্যকার-বিশ্লেষক ডক্টর মেঘনা গহূঠাকুরতার সঙ্গে । তাঁর সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে টেলিফোনে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।

XS
SM
MD
LG