অ্যাকসেসিবিলিটি লিংক

ডক্টর ওমর ফারূকের সাক্ষাত্কার মার্টীন লুথার কিং সম্পর্কে


ডক্টর ওমর ফারূকের সাক্ষাত্কার মার্টীন লুথার কিং সম্পর্কে
ডক্টর ওমর ফারূকের সাক্ষাত্কার মার্টীন লুথার কিং সম্পর্কে

বলা হয়ে থাকে ডক্টর মার্টীন লুথার কিং জুনিয়রের নাগরীগ আন্দোলনের আদর্শ ছিলো মহাত্মা গাঁধীর অহিংস নীতির আদলে অনুপ্রাণিত । আজকের হিসান্মত্ত এ বিশ্বে , বিশেষ করে নতুন প্রজন্মের কাছে এ আদর্শ প্রাসঙ্গীক –গ্রহনীয় । যুক্তরাষ্ট্রের অর্থনীতি –রাজনীতি – কূটনীতি অনেক কিছুই আজ বিশ্বের অনেকাংশেই অনুকরনীয় বলে পরিলক্ষিত হয- অনেক কিছুই অনুসরনীয়, আমরা দেখতে পাই – মার্টীন লুথার কিংয়ের আদর্শ যুক্তরাষ্ট্রে বিভিন্ন ক্ষেত্রে বিপুলভাবে প্রভাব বিস্তার করেছে বলেও মনে করেন অনেকে , যুক্তরাষ্ট্রের নীতি-আদর্শের মধ্যে দিয়ে বিশ্ব অঙ্গনে তা প্রতিফলিত ।

মার্টীন লুথার কিং জুনিয়র তাঁর আই হ্যাভ এ ড্রিমের অনেকখানিই পূরন করতে পেরেছেন , হোয়াইট হাউসে এই প্রথম এক কৃষ্নাঙ্গ প্রেসিডেণ্টের অধিষ্ঠান গনতন্ত্রকে আরো সুসংহত করার সে প্রয়াস - স্বপ্ন পূরনে অবদান রাখতে পারছে ।

ডক্টর মার্টীন লুথার কিং জুনিয়রের নাগরীগ আন্দোলনের আদর্শ ছিলো মহাত্মা গাঁধীর অহিংস নীতির আদলে অনুপ্রাণিত সেটা আজো প্রাসঙ্গিক বিশ্ব প্রেক্ষাপটে – বিশেষ করে আজ উত্তর আফ্রিকা ও মধ্য প্রাচ্যে আরব বসন্ত নামের আন্দোলন যে প্রস্ফুটিত হচ্ছে সেই তাতেও প্রান রক্ষারই আহ্বান অনুরনিত হ’চ্ছে , মানবতার বিনাশ বা প্রাণ হরনের হূংকার উচ্চকিত হচ্ছে না – বলেছেন বর্তমানে বাহরাইনে শিক্ষকতার পেশায় নিয়োজিতa অধ্যাপক ডক্টর ওমর ফারূক ভয়েস অফ এ্যামেরিকার বাংলা বিভাগের সরকার কবীরূদ্দীনের সঙ্গে তাঁর এক সাক্ষাত্কারে ।

XS
SM
MD
LG