অ্যাকসেসিবিলিটি লিংক

লাইবেরিয়ায় রান অফ ভোট অনুষ্ঠিত


লাইবেরিয়ায় রান অফ বা ফিরতি দফা ভোট হয়েছে, পশ্চিম আফ্রিকী ঐ দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের লক্ষে।

গদ্দীনশিন প্রেসিডেন্ট এলেন জনসান সার্লীফের স্থলাভিসিক্ত হতে পরস্পর প্রতিদ্বন্দীতা করছেন সাবেক সকার ফুটবল খেলোয়াড় জর্জ উইয়াহ এবং ভাইস প্রেসিডেন্ট জৌসেফ বোয়াকাই। এলেন জনসান সার্লীফ দু’ মেয়াদ প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত রইবার পর এখন আসন ছেড়ে যাচ্ছেন। লাইবেরিয়ার সংবিধান মোতাবেক দু’মেয়াদের বেশি প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত থাকা যায়না।

জর্জ উইয়াহ এবং ভাইস প্রেসিডেন্ট জৌসেফ বোয়াকাই দশ অক্টোবরের প্রথম দফার ভোটাভুটিতে সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন। জর্জ উইয়াহ পেয়েছিলেন ৩৮ দশমিক চার শতাংশ ভোট - জৌসেফ বোয়াকাই পেয়েছিলেন ২৮ দশমিক আট শতাংশ। দু’য়ের কেউই সংখ্যাগরিষ্ঠ ভোট না পাওয়াতেই ফিরতি দফার ভোটাভুটির পরিস্থিতি খাড়া হয়।

XS
SM
MD
LG