অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের মধ্যস্থতায় আফগানিস্তান পাকিস্তান আলোচনা হতে পারে


চীনের কূটনৈতিক উদ্যোগ প্রয়াস, আফগানিস্তানকে রাজি করাতে পেরেছে, পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন শোধরাতে পাকিস্তান প্রস্তাবিত বহুবিধ ক্ষেত্র ভিত্তিক সংলাপে অবতীর্ণ হতে- দেখে শুনে তেমনটাই মনে হচ্ছে।

বেজিংয়ে পাকিস্তান ও আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে একত্রে বসে যে ত্রিপক্ষিয় আলোচনার আয়োজন করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ঈ মঙ্গলবার তারই প্রথম প্রস্থের কথাবার্তার পর এ সিদ্ধান্তের কথা জানা গিয়েছে। গেলো মাসে ইসলামাবাদ, আফগানিস্তান-পাকিস্তান সংহতি পরিকল্পনার কর্মসূচী “Afghanistan-Pakistan Action Plan for Solidarity" (APAPS) বিষয়ে কাবুলের সঙ্গে যোগাযোগ করে। বলা হয় গঠনাত্মক ও অর্থপূর্ণ সংযোগই লক্ষ এর, দেশ দু’টির মধ্যে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী খাজা আসীফ ত্রিপক্ষিয় ঐ আলোচনাকালে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেন নি – তবে, যৌথভাবে আয়োজিত সংবাদ সাংবাদিক অবহিতকরণ সমাবেশে এর অগ্রগতির জন্যে চীনকে সাধুবাদ জানান তিনি।

XS
SM
MD
LG