ক্যানাডা বলছে তারা দেশটিতে নিযুক্ত ভেনিজুয়েলার রাষ্ট্রদূতকে বহিস্কার করছে- দক্ষিন এ্যামেরিকান দেশটিতে ক্যানডার নিযুক্ত রাষ্ট্রদূতকে তারাও অর্থাত ভেনিজুয়েলা যে বহিস্কার আদেশ দিয়েছে তারই পাল্টা প্রতিক্রিয়ায়।
ভেনিজুয়েলার অবনতিশীল অর্থনীতির জন্যে মাদুরোর ক্ষমতা আঁকড়ে থাকাই দায়ি ব’লে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশ যে নিন্দেমন্দ করছে, ক্যাানডাও তার সঙ্গে যোগ দেওয়াতেই এ কূটনৈতিক বহিস্কার – পাল্টা বহিস্কার পর্বের সূচনা বলে মনে করা হচ্ছে।